রেজভীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী সুন্নী আল্ কাদেরী (রাদিয়াল্লাহু তা'আলা আনহু)
রেজভী বাবা |
((--সুন্নীরা কেন মাজারে যায় দেখেন--))
প্রশ্নঃ আমরা মাজারে কেন যাই ?
এতে কোন ফজিলত আছে ?
সাহাবাগণ , সালফে সালেহীনগণ কি
মাজারে যেতেন ?
উত্তরঃ- মাজারে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে।
নিম্নে মাজারে যাওয়ার কারণসহ প্রশ্নের উত্তর
দলীল সহকারে উপস্থাপন করা হল ।
* * * * * * * * * * * * * * *
* * * * * * * * * * * * * * *
১ নং কারণঃ মাজারে যাওয়া সাহাবাগণের
সুন্নাত । যেমন হাদিস শরীফে এসেছে..
ﺍﺻﺎﺏ ﺍﻟﻨﺎﺱ ﻗﺤﻂ ﻓﻲ ﺯﻣﺎﻥ ﺻﻠﻌﻢ ﻓﻘﺎﻝ ﻳﺎﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ
ﻋﻤﺮ _ ﻓﺠﺎﺀ ﺭﺟﻞ ﺍﻟﻲ ﻗﺒﺮ ﺍﻟﻨﺒﻲ
ﺍﺳﺘﺴﻒ ﻻﻣﺘﻚ ﻓﺎﻧﻬﻢ ﻗﺪ ﻫﻠﻜﻮﺍ
ﻓﺎﺗﻲ ﺍﻟﺮﺟﻞ ﻓﻲ ﺍﻟﻤﻨﺎﻡ ﻓﻘﻴﻞ ﻟﻪ
ﺍﺋﺖ ﻋﻤﺮ ﻓﺎﻗﺮﺋﻪ ﺍﻟﺴﻼﻡ _
ﻭﺍﺧﺒﺮﻩ ﺍﻧﻜﻢ ﻣﺴﺘﻘﻴﻤﻮﻥ
হযরতওমর রাঃ এর সময় একদা অনাবৃষ্টির কারণে
মানুষের উপর দুর্ভিক্ষ পতিত হল । তখন এক
সাহাবী হযরত বেলাল বিন হারেস রাঃ আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
রওযা মোবারকে এসে আবেদন করল, ইয়া
রাসূলাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে আপনি আল্লাহর
দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করুন ।
সে সাহাবিকে স্বপ্নযোগে বলা হল , হযরত ওমর
রাঃ কে গিয়ে সালাম বল এবং তাকে বল যে
তোমাদেরকে বৃষ্টি
দান করা হবে । সুবহানাল্লাহ !
_______________ _______________
* আল মুসান্নাফ ,ইবনে আবি শায়বাহ । (খন্ড ১২ ,পৃঃ৩২
হাদিস নং ১২০৫১.) *হযরত ইবনে হাজর আসকালানী
রাঃ, ফতহুল বারী শরহে বুখারী , (খন্ড ২ পৃঃ ৪৯৫
ও ৪১২) _______________
_______________
হযরত ইবনে আবি শায়বাহ, ইবনে হাজর আসকালানী
,ও
ইমাম কোস্তলানী রাঃ তারা বলেছেন-
ﻫﺬﺍ ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ
অত্র হাদিস খানা সহীহ সনদে বর্ণিত ! * * * * * * * *
* * * * * * *
* * * * * * * * * * * * * * *
২নং কারণঃ আল্লাহর প্রিয় বান্দাগণের রওযা হল
দোআ কবুলের বিশেষ স্থান।
যেমন ইমাম শাফেয়ী রাঃ বলেন ...
ﺍﻧﻲ ﻻﺗﺒﺮﻙ ﺑﺎﺑﻲ ﺣﻨﻴﻔﺔ ﻭﺍﺟﻲﺀ ﺍﻟﻲ ﻗﺒﺮﻩ ﻓﺎﺫﺍ ﻋﺮﺿﺖ
ﻟﻲ ﺣﺎﺟﺔ
ﺻﻠﻴﺖ ﺭﻛﻌﺘﻴﻦ ﻭﺟﺌﺖ ﺍﻟﻲ ﻗﺒﺮﻩ
ﺗﺒﻌﺪ ﻋﻨﻲ ﺣﺘﻲ ﺗﻘﻀﻲ ﻭﺳﺎﻟﺖ ﺍﻟﻠﻪ ﺍﻟﺤﺎﺟﺔ ﻋﻨﺪﻩ ﻓﻤﺎ _
নিশ্চয়ই আমি ইমাম আবু হানিফা রাঃ হতে বরকত হাসিল
করি এবং আমি তার রওজায় জিয়ারত করতে আসি । আমার
যখন কোন প্রয়োজন পড়ে তখন আমি দুই রাকাত
নামাজ
পড়ে তার কবরে আসি এবং তার পাশে দাড়িয়ে
আল্লাহর
নিকট মুনাজাত করি । অতঃপর আমি সেখান থেকে
আসতে
না আসতেই আমার প্রয়োজন পূর্ণ হয়ে যায় ।
সুবহানাল্লাহ ! _______________ _______________
ফতোয়ায়ে শামী , খন্ড ১ পৃঃ ১ .তারিখে বাগদাদ ,
খন্ড
১ পৃঃ ১২৩ রুদ্দুল মুখতার খন্ড ১ পৃঃ ৪১ আল খায়রাতুল
হাসান , পৃঃ ৯৪
_______________ _______________
ওহাবী ভাইদের বলছি । আপনারা কি নিজেদের
ইমামকে শাফেয়ী রাঃ এর চেয়ে বড় মুফতী
মনে
করেন ? নাউযুবিল্লাহ ।
* * * * * * * * * * * * * * *
* * * * * * * * * * * * * * *
(খ ) আব্দুল হক মোহাদ্দেস দেহলবী
যিনি
সকলের কাছে মান্য ও গ্রহণযোগ্য , এবং যিনি
প্রচ্যের বুখারী হিসেবে পরিচিত ।
তিনি তার কিতাবে ইমাম শাফেয়ী রাঃ এর একটি
উক্তি উল্লেখ করে বলেন হযরত মুছা কাজেম
এর কবর
শরীফ দোআ কবুল হবার জন্য পরশ পাথরের মত
পরীক্ষিত ! সুবহানাল্লাহ!
_______________ _______________ # আশিয়াতুল লুমআত
( খন্ড ২ পৃঃ ৯২৩ ). * * * * * * * * * * * * * *
*
* * * * * * * * * * * * * * *
৩ নং কারণঃ সম্মানিত জায়গা বলে.. যেমন আল্লাহ
তাআলার বাণী-
ﺗﻘﻮﺍﻱ ﺍﻟﻘﻠﻮﺏ ﻭﻣﻦ ﻳﻌﻈﻢ ﺷﻌﺎﺋﺮ ﺍﻟﻠﻪ ﻓﺎﻧﻬﺎ ﻣﻦ যে
ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে তাজিম বা
সম্মান করল তার নিশ্চয়ই উহা অন্তরের তাকওয়া বা
খোদাভীতির অন্তর্ভুক্ত। (আল কোরআন)
_______________
_______________
আর যেহেতু আল্লাহর প্রিয় বান্দাগণ তার
নিদর্শনের
অন্তর্ভূক্ত সেহেতু তাদের প্রতি সম্মান করা মূলত
খোদা ভীতির অন্তর্ভূক্ত ।
* * * * * * * * * * * * * * **************
এখন এ ব্যপারে ওহাবী গুরু আশরাফ আলী
থানবী কি বলে
দেখি...
ﻭ ﻗﺪﺭﺕ ﻣﺴﺘﻘﻞ ﮬﻮ ﻭﮦ ﺟﻮ ﺍﺳﺘﻌﺎﻧﺖ ﻭ ﺍﻧﺘﻤﺪﺍﺩ
ﺑﺎﻋﺘﻘﺎﺩ
ﻋﻠﻢ ﺷﺮﮎ ﮨﮯ ﺍﻭﺭ ﺟﻮ ﺑﺎﻋﺘﻘﺎﺩ ﻋﻠﻢ
ﻭﻗﺪﺭﺕ ﻏﯿﺮ ﻣﺴﺘﻘﻞ ﮨﻮ ﺍﻭﺭ ﻭﮦ
ﮐﺴﯽ ﺩﻟﯿﻞ ﺳﮯ ﺛﺎﺑﺖ ﮨﻮ ﺟﺎﮰ ﺗﻮ
ﺟﺎﺋﺰ ﮨﮯ ﺧﻮﺍﮦ ﻣﺴﺘﻤﺪ ﻣﻨﮧ ﺯﻧﺪﮦ
ﮨﻮ ﯾﺎﻣﻮﺕ .. অর্থঃ "অলীগণের জ্ঞান ও
ক্ষমতাকে স্বয়ংসম্পূর্ণ মনে
করে তাদের নিকট যে সাহায্য প্রার্থনা করা হয় তা
শিরক ।
কিন্তু অলীগণের জ্ঞান ও ক্ষমতাকে স্বয়ং
সম্পূর্ণ মনে
না করে বরং আল্লাহ প্রদত্ত মনে করে যদি
তাদের
নিকট সাহায্য প্রার্থনা করা হয় এবং যেকোন প্রমাণ ও
উদাহরণ দ্বারা তাদের উক্ত খোদা প্রদত্ত জ্ঞান ও
ক্ষমতা প্রমাণিত হয় তাহলে তাদের নিকট সাহায্য
প্রার্থনা করা জায়েয । চাই তিনি জীবিত হোন অথবা
মৃত"।
_______________ _______________
[ইমদাদুল ফতোয়া , খণ্ড ৩ , আকায়েদ ও কালাম
অধ্যায় ।]
_______________ _______________
এখন তো আপনাদের ফতোয়ায় আপনারা মুশরিক ।
আহলে সুন্নাতের আক্বীদা হল মাজারে গিয়ে
আল্লাহর
কাজে চাইলে দোয়া তাড়াতাড়ি কবুল
হয় । এতে আপনারা শিরক ফতোয়া দেন । আর এখন
আপনাদের মুরব্বী মাজারে শায়িত ব্যক্তির
কাছে চাইতে বলল । এখন আপনাদের ফতোয়া কি ?
মানুন আর নাই মানুন কবরে এক দিন জেতে হবে
সেই দিনই বুজবেন হক কি????
((সবাই শেয়ার করুন)) প্রচারেঃরেজভী টিভি সত্যের সন্ধান চ্যানেল সুন্নিয়তের প্রচার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন