🎠 ১.তোমাদের মধ্যে কি একজনও মোসলমান নেই? তখন কেও কথা বলছিল না সবাই চুপ ছিল,
তখন আরেক জন বলে উঠল যে হুসাইন কে তারাতারি হত্যা কর নামাজের সময় হয়ে যাচ্ছে, তারপর তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে হত্যার পর নামাজ পড়ে ছিল।
🎠২. প্রশ্ন করে ছিলেন তোমার কি জান না আমি আর আমার ভাই যুবক দের জান্তাতের সরদার?
কেও কোন কথা বলে নাই।
🎠৩. তোমার কি জাননা আমি নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কলিজার টুকরো নাতী, আমি হযরত আলী,জান্নাতে নারীদের সরদার মা ফাতেমার সন্তান?
কেও কোন কথা বলে নাই।
🎠 ৪. তোমার আমাকে বল নাই যে আমাদের ইমাম নেয় আপনি আমদের ইমাম হবেন?
তখন যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে চিঠি দিয়ে দাওয়াত করে ছিল তারা বলে যে না আমারা এই কথা বলি নাই আমরা চিঠি দেয় নায়, তারা অশিকার করেছিল।
#লানত_অইসব_মোসলমান_দের_উপর_যারা_ইমামের_কাছে_থেকে_ইমামের_পিছনে_নামাজ_পড়ে_ইমাম_হুসাইন_রাদিয়াল্লাহু_তা_আলা আনহু_কে_হত্যা_করেছিল।
মারহাবা
উত্তরমুছুন